আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার উত্তর সোনাখালী স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভা সোমবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি দুনীতি দমন কমিশন-দুদক উপ-পরিচালক মুহঃ মাহবুব আলম মোল্লার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ২০২০ সালের ২৬ নভেম্বর উত্তর সোনখালী স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হন দুনীতি দমন কমিশন - দুদক উপ-পরিচালক মুহঃ মাহবুব আলম মোল্লা। সভাপতি হওয়ার পর থেকেই তিনি স্কুল উন্নয়নে কাজ করে যাচ্ছেন। গত দের মাসে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিুযুদ্ধ কনার স্থাপন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন, স্কুল এন্ড কলেজের মাঠ ভরাট, বেষ্টনী নিমাণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্কুল ভবনের নামকরন, আসবাবপত্র ক্রয় ও স্কুলের মেঝ পাকাকরন করেছেন। স্কুলে তার এমন উন্নয়ন মুলক কাজে শিক্ষক, শিক্ষাথী ও অভিভাবকরা আনন্দিত।

সোমবার ওই স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুহঃ মাহবুব আলম মোল্লা। সভায় বক্তব্য রাখেন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সদস্য সচিব মোঃ ইউসুফ আলী, অভিভাবক সদস্য মোঃ সেরাজুল ইসলাম মাষ্টার, শিক্ষক প্রতিনিধি মোঃ জাকির হোসেন।

স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব প্রধান শিক্ষক মোঃ ইউসুফ আলী বলেন, সকল সদস্যের উপস্থিতিতে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

স্কুল এন্ড কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুহঃ মাহবুব আলম মোল্লা বলেন, বরিশাল শিক্ষা বোড কতৃপক্ষ গত বছর ২৬ নভেম্বর আমাকে এডহক কমিটির সভাপতি করেন। স্বীয় দায়িত্ব পালনে আমি সচেষ্ট থেকে স্কুল এন্ড কলেজের বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করেছি। তিনি আরো বলেন অনেক কাজ বাকী আছে। তাও আমি সাধ্যমত করে যাব।

(ওএস/এসপি/জানুয়ারি ১৮, ২০২১)