গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী গলাচিপা উপজেলায় ইমারত শ্রমিক সংগঠন (ইনসাব) এর আয়োজনে দাবি দিবস পালিত হয়েছে। 

শ্রমিকের ন্যায্য অধিকার সুরক্ষায় ১২ দফার দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে সারা দেশের ন্যায় সমাবেশে অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।পটুয়াখালী গলাচিপা উপজেলা আওয়ামী ভবন চত্বরে ১৮ জানুয়ারি সকাল এগারোটায় উপজেলা ইমারত শ্রমিক সংগঠন (ইনসাব) এর আয়োজনে সমাবেশের আয়োজন করা হয়। এই দাবী দিবসে শ্রমিকের বঞ্চিত অধিকার গুলো হলো শ্রমিকের সন্তানদের শিক্ষা-চিকিৎসার সুব্যবস্থা, নারী শ্রমিকদের ন্যুনতম মজুরি বৃদ্ধি,শ্রমিক কল্যান ফাউন্ডেশন, প্রশিক্ষিত শ্রমিক তৈরির ব্যবস্থা, উপজেলা ভিত্তিক শ্রম আদালত, আহত ও নিহত শ্রমিক পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা ও শ্রমিকদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কর্যকরি করা। গলাচিপা উপজেলা ইনসাব এর সভাপতি মোঃ ইমাদুল মাঝী এর সভাপতিত্বে সমাবেশ পরিচালিত হয়।

সমাবেশে বিভিন্ন বক্তাদের মাধ্যমে জাতীয় ও উপজেলা পর্যায়ের ইমারত শ্রমিকদের ন্যার্য অধিকার বাস্তবায়ন করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবী গুলোর কথা তুলে ধরেন উপস্থিত বক্তারা।শ্রমিক দাবী দিবসের সমাবেশে উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি, সম্পাদক এর উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারনে উপস্থিত হতে পারেনি।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ইমারত শ্রমিক সংগঠন (ইনসাব) এর সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন প্যাদা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃগোলাম ফয়সাল, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম মৃধা সহ সকল নেতাকর্মীর ও সন্মানিত সদস্যগণ। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের সংশ্লিষ্ট শ্রমিকবৃন্দ।

(এসডি/এসপি/জানুয়ারি ১৮, ২০২১)