আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও : উত্তরের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ে ধেয়ে আসা শীতের তীব্র ছোবলে দারিদ্র্য পীড়িত মানুষের জীবনে নিয়ে আসে সীমাহীন কষ্ট। ঘন কুয়াশা ও হিমশীতল বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাধারণ মানুষের দুর্ভোগ। এ পরিস্থিতিতে জেলার অসহায় এসব মানুষের পাশে দাঁড়িয়েছে ইসলামিক রিলিফ বাংলাদেশ।

মঙ্গলবার বিকেলে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে সংস্থাটির জেলার নিজস্ব কার্যালয়ে এবং দেবীপুর ইউনিয়নে ৪শ ৪৫ টি পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।

এসময় উপস্তিত ছিলেন দেবীপুর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রতিনিধি আবদুল হাই, নূর নবী, সামসুল হক, নিলুফার ইয়াসমিন, আক্তারুজ্জামান, প্রোজেক্ট অফিসার মোস্তাফিজুর রহমান, এপিও ফারুক হোসেন।

(আই/এসপি/জানুয়ারি ১৯, ২০২১)