ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর পৌরসভা ও কায়েকা কোরিয়ার উদ্যোগে এক শেয়ারিং মিটিং আজ বেলা ১২ টায় পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কায়েকা কোরিয়ার প্রোগ্রাম ম্যানেজার ইয়াং আহোড। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মীর জাফরুল হাসান, বক্তব্য রাখেন ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মাইনুদ্দিন আহ্মেদ মানু, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর হানিফ শেখ, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ নাসির, ২৪, ২৫,২৬ নং ওয়ার্ড কাউন্সিলর চিমেলি বেগম, কে এম রহমত উল্লাহ আসমা আক্তার মুক্তা, অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন রকম কার্যক্রম প্রদর্শন করেন নির্বাহী প্রকৌশলী শামসুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র অমিতাভ বোস। সভাপতির ভাষণে তিনি মাননীয় প্রধান অতিথি ইয়াং আহ ড এর আগমনকে স্বাগত জানান এবং তাকে বোন সম্বোধন করেন। এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি ভবিষ্যতে কায়েকা এবং পৌরসভা একসাথে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, আমরা সবে মাত্র ক্ষমতা গ্রহণ করেছি তাই পৌরবাসীর সাথে সব ক্ষেত্রে সমন্বয় করার চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা থাকলে পৌরসভা কে এক নম্বর অবস্থান নিয়ে যাওয়া যাবে বলে তিনি প্রত্যাশা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে কায়েকোর প্রোগ্রাম ম্যানেজার ইয়াং আহ ড বলেন ফরিদপুর পৌরসভা বাংলাদেশের মধ্যে ভালো অবস্থানে আছে। আমরা এই পৌরসভার জন্য সব ধরনের সাহায্য সহযোগিতা অব্যাহত রাখব। এ পৌরসভার প্রত্যেকটা নাগরিক যাতে ভালোমতো সেবা পেতে পারে সেজন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব।

তিনি মেয়র প্রসঙ্গে বলেন, তিনি আমাকে ভাই বলে সম্বোধন করেছেন তাই পৌরসভার উন্নয়নে তার প্রতি আমাদের সমর্থন থাকবে। একই সাথে বাংলাদেশ ও কোরিয়া ফরিদপুর পৌরসভার উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। এর আগে তিনি পৌরসভায় এসে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার পরিদর্শন করেন।

এ সময় পৌরসভার মেয়র কাউন্সিলর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান। অনুষ্ঠানে মেয়র প্রধান অতিথি কে নকশী কাঁথা উপহার প্রদান করেন।

(ডিসি/এসপি/জানুয়ারি ১৯, ২০২১)