স্টাফ রিপোর্টার : দেশের ছয় বিভাগে আজ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির এই প্রবণতা আজ ও কাল বৃহস্পতিবার (২১ জানুয়ারি) থাকবে এবং অতি সামান্য বৃষ্টি বা ছিঁটেফোটা আকারে থাকবে। পরশু শুক্রবার (২২ জানুয়ারি) থেকে তাপমাত্রা আরও কমে যাবে বা শীতের অনুভূতি বাড়বে।

বুধবার (২০ জানুয়ারি) দুপুরে এসব তথ্য জানান আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক। তিনি বলেন, ‘গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আজ ও কাল থাকবে এবং অতি সামান্য বৃষ্টি বা ছিঁটেফোটা বৃষ্টি হতে পারে। তারপর আর থাকবে না। বৃষ্টি কেটে গেলে পরশু থেকে তাপমাত্রা আরও কিছুটা কমে যাবে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে আসলে মৃদু ধরনের শৈত্য প্রবাহ শুরু হবে। পরে কিছু কিছু অঞ্চলে তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস নেমে যাবে।’

এ আবহাওয়াবিদ আরও বলেন, ‘গত রাতে একটু বৃষ্টি হয়েছে। আজকে দিনের বেলায়ও হলো। এখন রাতের তাপমাত্রা ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আছে। তাপমাত্রা তুলনামূলক ঠাণ্ডাই।’

এখন তাপমাত্রা শৈত্যপ্রবাহের ওপরে থাকলেও শীতের অনুভূতি বা শীত বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।

আবুল কালাম মল্লিক বলেন, ‘শীত বাড়ছেই। কেবল শৈত্যপ্রবাহ হলেই শীত বাড়ে এমন নয়। এমনও আছে শৈত্যপ্রবাহ আছে, কিন্তু শীতের অনুভূতি কম হয়। এটা অনেকগুলো নিয়ামকের ওপর নির্ভরশীল। বায়ু প্রবাহের গতি, কুয়াশা কতখানি দীর্ঘস্থায়ী, বাতাস কোন দিক থেকে প্রবাহিত হয়- এরকম অনেকগুলো ফ্যাক্টরের ওপর শীতের অনুভূতি নির্ভরশীল।’

(ওএস/এসপি/জানুয়ারি ২০, ২০২১)