রূপক মুখার্জি,  নড়াইল : শেষ পর্যন্ত স্বপ্ন পূরণ হলো প্রতিবন্ধী মাসুদের। একটি ব্যাটারি চালিত ভ্যানের জন্য প্রতিবন্ধি মাসুদ সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছিলেন। গণমাধ্যম কর্মীরাও মাসুদের স্বপ্ন পূরণের জন্য প্রতিবেদন প্রকাশ করেছিলেন। শেষ পর্যন্ত প্রতিবন্ধি মাসুদের স্বপ্ন পূরণে এগিয়ে এলেন লোহাগড়া পৌর যুবলীগের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম সুমন।

জানা গেছে, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার চাচই গ্রামের মধ্যপাড়ায় ৪ শতক জমির ওপর পাটখড়ি ও পলিথিনে মোড়ানো ছোট ঘরে বসবাস করেন প্রতিবন্ধি মাসুদসহ তার পরিবার। তার পিতা বাকা মোল্যা ও মাতা মনোয়ারা বেগম মারা গেছেন অনেক আগেই। প্রতিদিন সকালে না খেয়ে তিন চাকার একটি ভাড়ায় চালিত মোটর ভ্যান নিয়ে যাত্রীর খোঁজে বেড়িয়ে পড়েন মাসুদ। অনেক সময় যাত্রীরা তাকে দেখে তার ভ্যানে উঠতে চায় না কারন, মাসুদের দুটি পা বিকলাঙ্গ। সারাদিন ভ্যান চালিয়ে মাসুদ তিন থেকে চারশ টাকা উপার্জন করে তার তিন সদস্যের সংসারের খরচ এবং একমাত্র ছেলের লেখাপড়ার খরচ চালিয়ে আসছেন। দিন শেষে ভ্যান মালিককে ভাড়া বাবদ গুনতে হয় ১৬০ টাকা।

প্রতিবন্ধী মাসুদ শত প্রতিবন্ধকতার মধ্যেও একমাত্র ছেলে রাজু মোল্যার পড়াশোনার খরচ চালিয়ে যাচ্ছেন। তার ছেলে বর্তমানে লোহাগড়া সরকারি কলেজে এইচএসসি ২য় বর্ষে অধ্যয়নরত। প্রতিবন্ধি মাসুদের স্বপ্ন তার ছেলে লেখাপড়া শিখে একদিন অনেক বড় হবে। উপার্জন করবে টাকা। সংসারের হাল ধরবে তার সন্তান। এ রকম স্বপ্ন নিয়েই প্রতিবন্ধি মাসুদের দিনচলা। শেষ পর্যন্ত প্রতিবন্ধি মাসুদের স্বপ্ন পূরণ হলো। পেলেন একটি ব্যাটারি চালিত নতুন ভ্যান। ভ্যান পেয়ে যারপরনাই খুশী প্রতিবন্ধি মাসুদ।

এ ব্যাপারে কথা হয় প্রতিবন্ধি মাসুদের সাথে। তিনি আবেগাপ্লুত হয়ে মহান আল্লাহ তায়ালার অশেষ শুকরিয়া আদায় করে বলেন, মঙ্গলবার (১৯ জানু) ৪০ হাজার টাকা মুল্যের নতুন ব্যাটারি চালিত ভ্যানটি তাকে কিনে দিয়েছেন জয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলামের ছেলে যুবলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম সুমন। তিনি গণমাধ্যম কর্মীদের ধন্যবাদের পাশাপাশি সুমনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন।

যুবলীগ নেতা সাইফুল ইসলাম সুমন বলেন, মানবিক কারনে মাসুদের সহযোগিতায় এগিয়ে এসেছি। সামাজিক দায়বদ্ধতা থেকে মানবিক কাজের জন্য সকলকেই এগিয়ে আসা উচিত।

এখানে উল্লেখ্য, সম্প্রতি গণমাধমে প্রতিবন্ধী মাসুদের স্বপ্ন নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

(আরএম/এসপি/জানুয়ারি ২০, ২০২১)