রাণীশংকৈল প্রতিনিধি : ঢাকার রাজধানীর মালিবাগে গৃহকর্মি কর্তৃক এক বাড়ীর বৃদ্ধাকে আমানবিক নির্যাতনের চাঞ্চল্যকর ঘটনার সেই গৃহকর্মিকে ঠাকুরগাঁও রাণীশংকৈল থেকে গত বুধবার দিবাগত রাত আড়াইটায় গ্রেফতার করেছে পুলিশ। 

জানা গেছে, ডিএমপির শাহাজাহানপুর থানার এস আই রেজাউল করিম সঙ্গিয় র্ফোস নিয়ে রাণীশংকৈল থানা পুলিশের সহযোগিতায় সেই গৃহকর্মিকে তার পালিত মামা উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি এলাকার কফিল উদ্দীনের বাড়ী থেকে আটক করে নিয়ে গেছে ডিএমপির শাহাজাহানপুর পুলিশ। আটককৃত গৃহকর্মি ঠাকুরগাঁও জেলার বালিযাডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী এলাকার আফাজ হোসেনের মেয়ে রেখা(৩০)। এই গৃহকর্মি গত সোমবার (১৮ জানুয়ারী) রাজধানী মালিবাগের বাসার বয়স্ক এক মহিলাকের অমানবিক নির্যাতন করে ঘরে থাকা স্বর্ণলংকার টিভি নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনাটি বাড়ীর সিসিটিভিতে ধরা পড়ে। সেই সিসি টিভির ফুটেজ বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হলে টনক নড়ে স্থানীয় প্রশাসনের। পরের দিন মঙ্গলবার এ ঘটনায় শাহাজাহানপুর থানায় মামলা হয়। সেই মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। আটকের সময় তার কাছে থাকা চারটি স্বর্ণের চুরি ২টি আংটি ১টি গলার চেন ১টি নাকের ফুল ও নগদ ৫০ হাজার ২শত টাকা উদ্বার করেছে পুলিশ।

রাণীশংকৈল সার্কেলের এএসপি তোফাজ্জল হোসেন গতকাল বৃহস্পতিবার জানান, রাজধানী মালিবাগের এক বৃদ্ধাকে নির্যাতনের চাঞ্চল্যকর ঘটনার মামলায়। সেই গৃহকর্মিকে গ্রেফতারে শাহাজাহানপুর থানার পুলিশ আমাদের সহযোগিতা চাইলে, আমরা সর্বাত্মক সহযোগিতা করে অভিযুক্ত গৃহকর্মিকে আটক করে। শাহাজাহানপুর থানা পুলিশের হাতে তুলে দেয়।

(কেএস/এসপি/জানুয়ারি ২১, ২০২১)