ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ের কান্দাপটল ব্লকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং ধামরাই উপজেলা কৃষি অফিসের আয়োজনে ১০২ জন কৃষকের ৫০ একর জমিতে সরকারী ভাবে অত্যাধুনিক রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে বোরো ধান রোপনের উদ্ধোধন করা হয়েছে ।দিন ব্যাপী এ অনুষ্টানে এলাকার কয়েক শত কৃষক উপস্থিত ছিলেন।

রাইস প্লান্টর ওর্য়াকিং টাইপ দ্বারা ঘন্টায় ২ বিঘা ও রাইডিং টাইপ দ্বারা ঘন্টায় ৩ বিঘা জমিতে ধানের চারা রোপন করা যায়। আধুনিক এই যান্ত্রিক পদ্দতি ব্যবহারের ফলে ধান রোপন খরচ অর্র্ধেক কম হবে।রোপন কাজে শ্রমিকের ব্যবহার কমে যাবে।এর ফলে কৃষক আর্থিক ভাবে লাববান হবে।

উদ্ধোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সামিউল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষিবিদ মো: রফিকুল ইসলাম ভ’ইয়া, অতিরিতবদ উপ পরিচালক কৃষিবিদ রকিব উদ্দিন ও ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা মো: আরিফুল হাসান সহ আরো অনেকে ।

(ডিসিপি/এসপি/জানুয়ারি ২১, ২০২১)