বিনোদন ডেস্ক : ‘নতুন’ পুরুষ এসেছে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের জীবনে। এ নিয়ে শোবিজ অঙ্গনে চলছে নানা গুঞ্জন। অপুর কলকাতার ছবিতে অভিনয়কে কেন্দ্র করে এ গুঞ্জন আরো ডালপালা গজাতে শুরু করেছে।

জানা গেছে, অপুর এই নতুন পুরুষটি আর অন্য কেউ নন। তিনি ঢালিউডের পরিচালক রাজিব বিশ্বাস। জনপ্রিয় এ পরিচালক এরই মধ্যে খোকাবাবু, বিন্দাসসহ বেশ কিছু হিট ছবি করে আলোচনায় এসেছেন।

শোনা যাচ্ছে, এই পরিচালকের সঙ্গে ইদানিং অপুর বেশ ঘনিষ্ট সম্পর্ক চলছ। সম্প্রতি রাজিব ঢাকায় এসে দীর্ঘক্ষণ অপুকে সময় দিয়েছেন। অপু্ও সময় করে তার সঙ্গে যোগাযোগ রাখছেন। যদিও অপু দাবি করেছেন, তাদের মধ্যকার সম্পর্ক শুধুই সিনেমা নিয়ে।

অপু যাই বলুন না কেন, ঢালিউডের বাতাসে উড়ছে ‘নতুন খবর। বিশেষ করে শাকিব খান তার এক বিদেশী বান্ধবীকে বিয়ে করার ঘোষণা দিলে এ গুজব আরও জোরালো হয়।

অনেকে বলছেন, অপু কলকাতার ছবিতে অভিনয় করার জন্যই রাজিবের সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ রাখছেন। আর অনেকে বলছেন, ঢালিউডের সফল এ অভিনেত্রী এতদিনে মনের মানুষের দেখা পেয়েছেন।

(ওএস/এটিআর/আগস্ট ২৩, ২০১৪)