স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন দক্ষিণ আরিচপুর এলাকা হতে ১৬০ লিটার (৪০০ বোতল) চোলাইমদসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১ গাজীপুর।

গ্রেফতারকৃত টঙ্গীর এরশাদনগর এলাকার মৃত জামাল শেখের ছেলে কাজী নজরুল ইসলাম শেখ(৪৮) ও কুমিল্লা দেবীদ্বার থানার আব্দুল্লাহপুর এলাকার মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ দেলোয়ার হোসেন(৩৪)। তারা উভয়ে টঙ্গী পূর্ব থানা এলাকায় ভাড়া থাকতো।

রবিবার (২৪ জানুয়ারি) দুপুরে র‌্যাব জানায়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময়ই অবৈধ অস্ত্র ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, বিভিন্ন সদস্যদের গ্রেফতার পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে একটি বিশেষ দল গঠন করে গোয়েন্দা কার্যক্রম পরিচালনার মাধ্যমে অভিযান পরিচালনা করে আসছে।

রবিবার সকাল সাড়ে দশটায় র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী বাজার এলাকায় দেশীয় চোলাইমদ ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন দক্ষিণ আরিচপুর মফিজ কমিশনার রোড আজমত আলী স্মৃতি সংসদ এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১৬০লিটার (৪০০বোতল) চোলাইমদসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত চোলাইমদের মূল্য অনুমানিক ৮০ হাজার টাকা বলে জানায় র‌্যাব।

(এস/এসপি/জানুয়ারি ২৪, ২০২১)