আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় বিয়ের নামে প্রেম প্রতারণায় কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনায় প্রেমিকের বিরুদ্ধে মামলা দায়ের। পুলিশ কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করে বরিশাল মর্গে প্রেরণ করেছে। 

থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, জানান, আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিযনের কোদালধোয়া আন্দারমানিক গ্রামের দরিদ্র কাঠমিস্ত্রি রনজিৎ বৈদ্যর মেয়ে ও ডাসার কলেজ থেকে সদ্য এইচএসসি পাশ করা ছাত্রী রিপা বৈদ্য (১৯) এর সাথে কলেঝে পড়াশুনর সুবাদে ডাসার থানার দক্ষিণ চলবল গ্রামের দ্বীজেন সরকারের ছেলে ডাসার কলেজের ছাত্র সজল সরকারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের সম্পর্কের সূত্র ধরে রিপার বাবা রনজিৎ বৈদ্য ডাসার সজলের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেলে সজলের পরিবার তাদের অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনা রিপা তার প্রেমিক সজলের কাছে জানালে সজল তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।

বিয়ের নামে প্রেম প্রত্যাখ্যান করায় প্রেমিক সজলের উপর অভিমান করে শনিবার বিকেলে রিপা বৈদ্য ঘরে থাকা কীটনাশক পান করলে পরিবারের লোকজন মুমুর্ষ অবস্থায় রিপাকে উপজেলা হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে রিপার মৃত্যু হয়।

এ ঘটনায় কলেজ রিপার বাবা রনজিৎ বৈদ্য আত্মহত্যার প্ররোচনায় ডাসার থানার দক্ষিণ চলবল গ্রামের দ্বীজেন সরকারের ছেলে সজল সরকারের (২৫) নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামী করে শনিবার রাতে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন, নং-৭ (২৩/০১/২০২১ইং)। রোববার সকালে রিপার লাশ ময়নাতদন্তর জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।

(টিবি/এসপি/জানুয়ারি ২৪, ২০২১)