সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দুয়ায় ৫০টি ভূমি ও গৃহহীন পরিবার পেলেন আধাপাকা ঘর ও দুই শতাংশ করে ভূমি।

শনিবার আনুষ্ঠানিক ভাবে পরিবারের সদস্যদের মধ্যে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, ইউএনও মোঃ মইন উদ্দিন খন্দকার, সহকারি কমিশনার (ভূমি) মোঃ খবিরুল আহসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি ও কেন্দুয়া পৌরসভার নব নির্বাচিত মেয়র উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আসাদুল হক ভূঞা।

রবিবার সুবিধাভোগী আব্দুল মান্নান ঘরের চাবি ও দলিল পেয়ে আনন্দে কাঁদতে কাঁদতে বলেন, দরদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পাকা ঘর দিবেন এবং সরকারি জমি দিবেন এটা কোনদিন চিন্তাও করিনাই।

আব্দুল মান্নান বলেন, আমরা যারা জমি ও ঘর পেয়েছি তারা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আল্লাহর দরবারে আকুল প্রাণে দোয়া করি তিনি যেন দীর্ঘদিন আমাদের মাঝে বেচে থেকে মানব সেবার কাজ করতে পারেন।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মইন উদ্দিন খন্দকার জানান, জমি ও ঘরের বাইরে ৫০ পরিবারের প্রত্যেককেই একটি করে শাড়ি ও লুঙ্গি উপহার দেয়া হয়েছে। যারা ঘর এবং জায়গা পেয়েছেন তারা প্রত্যেকেই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করছেন।

(এসবি/এসপি/জানুয়ারি ২৪, ২০২১)