ফরিদপুর প্রতিনিধি : আলফাডাঙ্গায় জেমসন ইন্টারন্যাশনাল বিকাশ ডিস্ট্রিবিউশন কোম্পানির ডিএসএস মোহাম্মদ ফয়সাল ইসলাম রাজিব এর অভিযোগের ভিত্তিতে ছিনতাইকৃত নয় লক্ষ টাকার ভিতরে তিন লক্ষ টাকা উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।

রবিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা সাংবাদিকদের জানান, গত ১০ জানুয়ারি আলফাডাঙ্গা থানাধীন নওয়াপাড়া হাওড়ার ব্রিজ হতে অনুমান ২০০ গজ দূরে রফিক তালুকদারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর দুইটি মোটরসাইকেল যোগে চারজন অজ্ঞাতনামা আসামি বিকাশের ভি ও কামরুজামান মিন্টুর ব্যবহৃত মোটরসাইকেল ধাক্কা মেরে তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে। এবং চাকু দিয়ে ভয় দেখিয়ে পানিতে ফেলে জোরপূর্বক তার নিকট থাকা ৯৯১০০০ ব্যাগ ছিনতাই করে। আসামিরা যাবার সময় তাদের গায়ে থাকা তিনটি জ্যাকেট একটি হাফ হাতা সোয়েটার, দুইটি শীতের টুপি ও মোটরসাইকেল কাগজপত্রসহ টাকার খালি ব্যাগ আলফাডাঙ্গা থানা ধীন পানিপাড়া ব্রিজ এর নিচে ফেলে চলে যায়।

এরপর গত ১৩ জানুয়ারি ধারা ৩৯৪ পেনাল কোড রুজু হয়। এরপর আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারে মামলার তদন্তকারী কর্মকর্তা আলফাডাঙ্গা থানা ফয়সাল আহমেদ ঘটনার সাথে জড়িত থাকায় আসামি শামীম শেখ (৩৪) ও দিদার মুন্সি (৩২) কে গ্রেফতার করে। তাদের তথ্য মতে ছিনতাইকৃত টাকার মধ্যে তিন লক্ষ টাকা উদ্ধার করে।

পুলিশ জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে ঘটনাটি ঘটানোর পরিকল্পনা করছিল। আসামিরা আন্তঃজেলা সঙ্ঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। পলাতক দুই আসামি গ্রেপ্তার এবং অবশিষ্ট টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানানো হয়।

(ডিসি/এসপি/জানুয়ারি ২৪, ২০২১)