মাগুরা প্রতিনিধি : ‘মুজিব বর্ষ’ উপলক্ষে  মাগুরার শালিখা উপজেলা সমাজ সেবা অধিদপ্তর এর উদ্যোগে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও বয়োবৃদ্ধদের জন্য কানের যন্ত্র বিতরণ করা হয়েছে।

আজ রবিবার সকাল ১১টায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের ১৯জন শিক্ষার্থীর হাতে হুইল চেয়ার ও ৪ জন বয়োবৃদ্ধের হাতে ৪টা কানের যন্ত্র মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার এসব সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন,উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোঃ বাতেন,সহকারি কমিশনার ভূমি মোঃ মনিরুজ্জামান, শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ তরীকুল ইসলাম,সমবায় অফিসার বাবু পংকজ কুমার মন্ডলসহ শালিখা প্রেক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমপি ড. শ্রী বীরেন শিকদার বলেন, ‘বর্তমান সরকার প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করছে। প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়। তারা বিভিন্ন ক্ষেত্রে সফল হচ্ছে।

(ডিসি/এসপি/জানুয়ারি ২৪, ২০২১)