রাঙ্গামাটি প্রতিনিধি : বেশ কয়েকদিন ধরে রাঙ্গামাটিতে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ তাপমাত্রা বৃদ্ধির কারণে অতিষ্ট রাঙ্গামাটিবাসী। আজ দুপুর ১টায় রাঙ্গামটির তাপমাত্রা ছিলো ৩৯.৫ডিগ্রি।
এ বিষয়ে জানতে চাইলে আবহাওয়া অধিপ্তরের পর্যবেক্ষক গাজী হোসেন আহমেদ জানান ১ সপ্তাহ ধরে এ তাপমাত্রা বিরাজ করছে রাঙ্গামাটিতে। আগামী এক সপ্তাহের মধ্যে তাপমাত্রা কমার খুব একটা সম্ভাবনা নাই বলে তিনি জানান।

এদিকে অধিক তাপমাত্রার কারণে সবচেয়ে বেশী গরমজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায় ডাইরিয়া জনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
হাসপাতালে কর্তব্যরত মেডিকেল অফিসার শওকত আকবর বলেন, গরমের কারণে হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যার মধ্যো অধিকাংশ হলো শিশু। এ গরমে সকলকে সর্তকতা অবলম্বনের আহবান জানান।
(এসআরসি/এএস/এপ্রিল ২০, ২০১৪)