নওগাঁ প্রতিনিধি : শনিবার নওগাঁ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ণ পরিবেশের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। দীর্ঘ ৯ বছর পর জেলার ব্যবসায়ীরা প্রত্যক্ষ ভোটে চেম্বারের প্রতিনিধি নির্বাচিত করছেন। সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোটগ্রহন চলে।

বিকেল ৪টার মধ্যে আগত ভোটাররা কেন্দ্রের এনক্লোজারের ভিতরে প্রবেশ করায় দীর্ঘ সময় ধরে তাদের ভোটও গ্রহন করা হয়। নওগাঁ চেম্বার অব কমার্সের নির্বাচন বোর্ডের আহ্বায়ক এ্যাডভোকেট পিযুষ কুমার সরকার জানান, নওগাঁ চেম্বার অব কমার্সের ভোটার সংখ্যা ৯শ’ ৬ জন। চেম্বারের কার্যনির্বাহী পরিষদের ১৬ টি পদে প্রতিদ্বন্দিতা করছেন ৩০ জন। এদিকে প্রার্থীরা সম্মিলিত শিল্প ও ব্যবসায়ী পরিষদ এবং ব্যবসায়ি ঐক্য পরিষদ” নামে দু’টি প্যানেলে নির্বাচন করছেন। ভোট গননা ও ফলাফল ঘোষণা করতে প্রায় মধ্যরাত পর্যন্ত সময় লাগতে পারে বলে নির্বাচন বোর্ড ধারনা দিয়েছেন।
(বিএম/এএস/আগস্ট ২৩, ২০১৪)