আবুল কালাম আজাদ, রাজবাড়ী : আসন্ন পাংশা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী পাংশা উপজেলার পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সহিত আচরণ বিধিমালা অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) পাংশা উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় পাংশা উপজেলার পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী গণের সহিত আচরণ বিধিমালা অবহিত করণ করেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলশাদ বেগম। তিনি বলেন, আসন্ন পাংশা পৌরসভা নির্বাচন হবে অবাদ সুস্থ্য নিরপেক্ষ পরিস্কার পরিছন্ন নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে কেউে যদি কোন অপ্রীতিকর ঘটনা ঘটায় তাহলে তাদের আইনের আওতায় আনা হবে। রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, বর্তমান রাজবাড়ী জেলার তথা পাংশার আইন সৃঙ্খলার পরিবেশ অনেক ভালো আসন্ন পাংশা পৌরসভা নির্বাচন হবে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলীর সভাপতিত্বে, উক্ত সভায় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক দিলশাদ বেগম, সুযোগ্য পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাসুদুর রহমান, পাংশা মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ সাহাদত হোসেন সহ পাংশা উপজেলার বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

(ওএস/এসপি/জানুয়ারি ২৫, ২০২১)