হবিগঞ্জ প্রতিনিধি : ইজারা না হলেও অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি চলছে বাহুবল উপজেলার হরিতলা মহালে। এমনকি বালু উত্তোলনের জন্য পাহাড়ি ছড়ায় ড্রেজার মেশিন দিয়ে ১ কিলোমিটার পর্যন্ত পাইপ লাইন বসিয়ে উত্তোলন করা হয় বালি।

শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে এ আলামত দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। এসময় ২টি ড্রেজার মেশিন ও প্রায় ২৫টি পাইপ জব্দ করে ভ্যাম্যমাণ আদালত। যে জমিতে বালি উত্তোলন করে জমানো হত সেই জমির মালিক আব্দুল মালেক (৫০)কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডও দেয় ভ্রাম্যমাণ আদালত। হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. এ কে এম সাইফুল আলম বালি মহাল ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীনে এই অভিযান পরিচালনা করেন। জব্দকৃত মালামালের মুল্য প্রায় ১ লাখ টাকা। অভিযান পরিচালনাকালে বাহুবল থানার এসআই জাহাঙ্গীর ও পেরেশকার খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
(পিডিএস/এএস/আগস্ট ২৩, ২০১৪)