নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ওপর দিয়ে বয়ে যাচ্ছে দ্বিতীয় ধাপের মৃদ্যু শৈত প্রবাহ। ঘনকুয়াশার সঙ্গে হাড় কাঁপানো কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া দিনমজুররা। জেলার পত্নীতলা উপজেলার দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের বড় চাঁদপুর ও পাটিচড়া আদিবাসী অধ্যুষিত গ্রামের মানুষরাও শীতে কাহিল। 

মঙ্গলবার ওই গ্রামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ নওগাঁ উপকেন্দ্রের উদ্যোগে এসব সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া প্রায় ৩শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও আদিবাসীদের মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন স্বাস্থ্য বিধিগুলো মেনে চলায় উদ্বুদ্ধ করতে শীত বস্ত্রের সঙ্গে মাস্কও বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাকসুদুল আলম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফউজ্জামান খাঁন, শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল, নওগাঁ পৌর সভার সহকারি প্রকৌশলী এ.এম.এইচ. সঙ্গি প্রমুখ।

(বিএস/এসপি/জানুয়ারি ২৬, ২০২১)