রাজন্য রুহানি, জামালপুর : সাইকেলযোগে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক পার হবার সময় ট্রাকচাপায় আব্দুস সোবহান (৬০) নামে এক ঘটক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সোবহান সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চিকারপাড় গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে ঘটক আব্দুস সোবহান নিজবাড়ি থেকে সাইকেলযোগে তিতপল্লা ইউনিয়নের দিকে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে তিতপল্লা ইউনিয়নের শিমুলতলী এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক পার হবার সময় একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্টো-ট-১৮-৯৬৬৩) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

খবর পেয়ে স্থানীয় নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ও জামালপুর ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থল থেকে নিহত আব্দুস সোবহানের মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনাময়নাতদন্তে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছে। ট্রাকের চালক ও তার সাহায্যকারী পালিয়ে গেছেন।

নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আব্দুল লতিফ মিয়া বলেন, নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনাময়নাতদন্তে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

(আরআর/এসপি/জানুয়ারি ২৬, ২০২১)