আবুল কালাম আজাদ, রাজবাড়ী : পাংশা পৌরসভা ঘুরে সাংবাদিক আবুল কালাম আজাদ, চলছে তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচন পাংশা পৌরসভা নির্বাচন । আগামী ৩০ জানুয়ারি তারিখে ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে ভোট। আসন্ন পাংশা পৌরসভা নির্বাচনে তিন জন মেয়র প্রার্থী অংশগ্রহণ করেছেন। তার মধ্য ক্ষমতাসিন সরকার দলীয় আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করেছেন পাংশা পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ ওয়াজেদ আলী মাস্টার, বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতিক নিয়ে মোঃ রইচ উদ্দিন খান, (বহিস্কৃত) আওয়ামী যুবলীগের আহব্বায়ক মোঃ ফরহাদ হোসেন যিনি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করেছেন জগ মার্কা নিয়ে। 

তবে সাধারণ ভোটাররা সামনের অনেক হিসাব নিকাশ করছেন কে হবেন পাংশা পৌর পিতা। পাংশা পৌরবাসীর অনেক চাওয়া পাওয়া আগামীর পৌর মেয়রের কাছে। কারণ পাংশা পৌরসভা একটি অবহেলিত পৌরসভা যে, প্রার্থী সঠিক কাজ করবেন সকলেই তাকে ভোট দিবেন এমনটাই পাংশা পৌরবাসীর কথা।

পৌরবাসীদের আশা, তবে যেই প্রার্থী সবাই আগামী নির্বাচনে বিজয়ী হবেন তাকেই অবহেলিত পাংশা পৌরসভাকে আধুনিকায়ন, রাস্তা ঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, নিরাপদ পানি ও মাদকের বিরুদ্ধে কাজ করবেন বলে জানান।

তবে সরকার দলীয় মেয়র প্রার্থী মোঃ ওয়াজেদ আলী মাষ্টার গত দুই মেয়াদে সফল ভাবেই পাংশা পৌরসভা মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি আশা করেন আমি যদি পাংশা মেয়র নির্বাচিত হই তাহলে আমি পাংশা পৌরবাসীর সঠিক সেবা দিব । ১,২,৩ ওয়ার্ড ঘুরে দেখা যায় সাধারণ ভোটারেরা এবার অনেক ভোটের ব্যাপারে হিসাব নিকাশ কষছেন। তবে তাদের অভিমত তারা যোগ্য প্রার্থীকেই বেছে নিবে আগামী ৩০ শে জানুয়ারি আসন্ন পাংশা পৌরসভা নির্বাচনের মধ্যে দিয়ে। তবে সকল প্রার্থী শেষ সমায়ে বেশ তোরজোর ভাবেই তাদের নির্বাচনী প্রাচার-প্রচারণা চালাচ্ছেন। তবে প্রচার-প্রচারণার শেষ সময়েও প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে চাইছেন ভোট দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

উল্লেখ্য, পাংশা পৌরসভার ৯টি ওয়াড মোট ভোটার সংখ্যা ২৪৩১৩ জন। আগামী ৩০ জানুয়ারী নির্বাচনে পাংশা পৌরসভায় তিনজন মেয়র প্রার্থী, ৪২ জন কাউন্সিলর প্রার্থী ও তিনটি সংরক্ষিত ওয়ার্ডে ১১ জন নারী কাউন্সিলর নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। পাংশা পৌরসভা নির্বাচন যাতে সঠিকভাবে অনুষ্ঠিত হয় এবং কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন মনিটরিং করছেন।

(একে/এসপি/জানুয়ারি ২৬, ২০২১)