আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ‘‘গোদ রোগের যত্ন নিলে, বিকলাঙ্গতা থেকে মুক্তি মেলে, এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা পর্যায়ে গোদ রোগের উপর সামাজিক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে উপজেলা ৫০শয্যা হাসপাতালের আঞ্চলিক প্রশিক্ষণ হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম মন্ডল, সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের অধ্যক্ষ সরদার আকবর আলী।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, শফিকুল ইসলাম টিটু, মেডিকেল অফিসার ডা. মামুন মোল্লা, ডা. সৈকত জয়ধর, সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা। উপজেলার পাঁচটি ইউনিয়নে ২০জন গোদ রোগে আক্রান্ত রোগী রয়েছে বলে সভায় জানানো হয়।

(টিবি/এসপি/জানুয়ারি ২৭, ২০২১)