লাইফস্টাইল ডেস্ক : শীতে ত্বক যেমন শুষ্ক হয়ে যায়; তার চেয়েও বেশি শুষ্ক হয় ঠোঁট। এজন্য ঠোঁটের দরকার বিশেষ যত্ন। না হলে ঠোঁট কালচে হয়ে ফেঁটে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তার উপর আবার এখন ম্যাট লিপস্টিকের ব্যবহার বেড়েছে। শুষ্ক ঠোঁটে ম্যাট লিপস্টিক ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম না মানলে ঠোঁট বেশি ক্ষতিগ্রস্ত হয়।

যেহেতু এখন সুরক্ষার খাতিরে সবাইকে মাস্ক ব্যবহার করতে হয়; তাই ঠোঁটে গ্লোসি লিপস্টিক দেওয়া ঠিক হবে না। এ সমস্যা থেকে বাঁচতে তাই শীতেও ম্যাট লিপস্টিক ব্যবহারের নিয়ম জেনে নিন-

>> শীতের দিনে ঠোঁট শুকনো হয়ে চামড়া উঠে থাকে। এর ওপর ম্যাট লিপস্টিক পরলে সমস্যা আরও বেড়ে যায়। তাই ঠোঁটের শুকনো চামড়া তুলতে ঠোঁট স্ক্রাব করার বিকল্প নেই।

>> ম্যাট লিপস্টিক ব্যবহারের আগে অবশ্যই ঠোঁটে লিপবাম ব্যবহার করুন। এতে ঠোঁট আর্দ্র থাকবে।

>> লিপস্টিক ওঠানোর পর অবশ্যই ঠোঁটে লিপ মাস্ক ব্যবহার করুন। ঠোঁট বেশি শুকনো আর ফাটা হলে শুধু লিপবাম ব্যবহারেও কাজ হবে না। এমন হলে ঠোঁটে বাড়তি পুষ্টি জোগাতে লিপ মাস্ক ব্যবহার করুন।

>> আপনি যে ম্যাট লিপস্টিকটি ব্যবহার করছেন সেটির মধ্যে হাইড্রেটিং উপাদান রয়েছে কি-না তা জানুন।

>> এমন লিপস্টিক পরুন যা ঠোঁট আর্দ্র রাখতে সাহায্য করে। ম্যাট ফিনিশ হলেও এ লিপস্টিক ঠোঁট শুকনো হতে দেয় না। ভালো ব্র্যান্ডের এমন অনেক ম্যাট লিপস্টিক রয়েছে।

(ওএস/এসপি/জানুয়ারি ২৭, ২০২১)