স্টাফ রিপোর্টার : বগুড়া জেলার সান্তাহার পৌরসভার নবনির্বাচিত মেয়র তোফাজ্জল হোসেনসহ ৪৬ বিএনপি নেতাকর্মীর এক মাসের আগাম জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী এক মাস পরে তাদেরকে বিচারিক (নিম্ন) আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

এ বিষয়ে দায়ের করা আবেদনের শুনানি নিয়ে বুধবার (২৭ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আনিসুজ্জামান ও আজমল হোসেন খোকন।

আজমল হোসেন খোকন বলেন, তোফাজ্জল হোসেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে গত ১৬ জানুয়ারি মেয়র পদে নির্বাচিত হন। পৌরসভা নির্বাচনের সময় প্রতিপক্ষের কার্যালয় ভাঙচুরের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। ওই ঘটনায় ৪৯ জনকে আসামি করে মামলা হয় থানায়।

তিনি আরও বলেন, মেয়রসহ অভিযুক্তরা হাইকোর্টে হাজির হয়ে এক মাসের জামিন পান। এক মাস পর তোফাজ্জল হোসেনসহ ৪৬ জনকে বিচারিক (নিম্ন) আদালতে আত্মসমর্পণ করতে হবে।

(ওএস/এসপি/জানুয়ারি ২৭, ২০২১)