ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের সদরভেড়া গ্রামের সংখ্যালঘুর জায়গা ও সরকারি হালট দখল নিয়ে কলকারখানা গড়ে তোলার অভিযোগ উঠেছে প্রভাবশালী মোস্তাক-পারভেজ নামে দুই ভাইয়ের বিরুদ্ধে । 

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার তালমা ইউনিয়নে সদরভেড়া গ্রামের সংখ্যালঘু অনুকূল চন্দ্র রায় পিং মৃত উপেন্দ্র নাথ রায়ের ২৮ শতাংশ জমি ও সদরভেড়া গ্রামের মধ্যে সরকারি হালট দখল নিয়ে প্রভাবশালী মোস্তাক পারভেজ দুই ভাই গড়ে তুলছে কলকারখানা।

অনুকূল চন্দ্র রায় ২০০৮ সালে দাতা গোবিন্দ প্রামানিক পিতা মৃত প্যারী মহন প্রামানিক সাং সদর ভেড়া এর নিকট থেকে ২৮ শতাংশ জমি কিনে ভোগদখল করে আসছেন দলিল নং২৩৮। ১২০ নং সদরভেড়া মৌজার এস, এ ৯৩০ হাল ১৬১৩ খতিয়ানের জমি। বি এস রেকর্ড দাগ নং ১৫৭১, ১৫৭২, ১৫৭৩, ১৫৭৪ দাগের ২৮ শতাংশ জমি ক্রয় করেন।নামজারী করেন অনুকুল চন্দ্র রায়।

সদরভেড়া গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে প্রভাবশালী মোস্তাক ও পারভেজ দুই ভাই জোর পুর্বক দখল করে নেয় । এছাড়া সরকারি হালট দখল নিয়ে গড়ে তুলে কলকারখানা। অনুকূল চন্দ্র রায় বাদী হয়ে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ করেন।

মোস্তাক পারভেজ দুই ভাইয়ের অত্যাচারের অতিষ্ঠ কারখানার সামনের বাড়িওয়ালা আবদুল মান্নান লালু। তিনি বলেন, পুকুরে বর্জ্য ময়লা ফেলে মাছ মেরে ফেলে ও বিভিন্ন কৌশলে বাড়ি থেকে উচ্ছেদ করার পায়তারা করছে তারা।

তিনি আরও বলেন, কৌশলে ২ শতাংশ জায়গা দুই লাখ টাকা শতাংশ দরে কিনে নেয়। মোস্তাক ও পারভেজকে বলছি সেই দরে দাম দিলে জমি তুমাদের দিয়ে দিব।

প্রভাবশালী মোস্তাক বলেন, এওয়াজ নামা করে জমি নিয়েছি। কার কাছ থেকে এওয়াজ নামা করে নিলেন বলতে তিনি ফোন বন্ধ করে দেন।

প্রভালশালীর জবর দখলের হাত থেকে সংখ্যালঘুর জমি ও সরকারি হালট মুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীসহ এলাকাবাসী।

(ডিসি/এসপি/জানুয়ারি ২৭, ২০২১)