মাগুরা প্রতিনিধি : জাতির পিতা শেখ মুজিবুুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পিং বুধবার মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মেজর মো. জসীম উদ্দীনের খুলনা সুন্দরবন জি-আর্টিলারি রেজিমেন্ট কমান্ডারের সভাপতিত্বে¡ প্রধান অতিথি ছিলেন মাগুরা পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও বিএনসিসি সুন্দরবন ২৪ রেজিমেন্টের ব্যাটেলিয়ান কমান্ডার মো. শাহিনুর রহমান, ক্যাপ্টেন ড. মো. রবিউল ইসলাম, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ অধ্যক্ষ প্রফেসর দেবব্রত ঘোষ, প্রভাষক ইমরান নাজির প্রমুখ।

আলোচনা সভা শেষে করোনা ভাইরাস মোকাবিলায় জনসচেতনতা, মাস্ক বিতরণ ,ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছনতা অভিযানের অংশ হিসেবে শহরে র‌্যালি বের হয়। এ সময় মাগুরা বিএনসিসির সদস্যরা করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে প্রচারণা, মাস্ক ও লিফলেট বিতরণসহ ডেঙ্গু প্রতিরোধেও প্রচারণা চালায় ।

(ডিসি/এসপি/জানুয়ারি ২৭, ২০২১)