স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ভোটগণনা চলছে। বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। প্রথমবারের মতো পুরো নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে ইভিএমের মাধ্যমে।

এর আগে ভোটকেন্দ্র দখল নিতে প্রকাশ্যে গোলাগুলি, ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ-সহিংসতা, প্রাণহানি, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভাঙচুর, বর্জনসহ নানা অনিয়মের অভিযোগ ও ভোটার খরার মধ্য দিয়ে শেষ হয়।

সর্বশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফলে দেখা যায়, গণনাকৃত ৯৫টি কেন্দ্রে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী পেয়েছেন ৩৫৩৮১ ভোট। বিএনপির ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের প্রাপ্ত ভোট ৩৪৯৪।

(ওএস/এসপি/জানুয়ারি ২৭, ২০২১)