শেখ সাদ বীন শরীফ, নড়াইল : নড়াইল পৌরবাসীকে প্রধানমন্ত্রীর হাতে নৌকার বিজয় উপহার দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি। তিনি বলেন, বিজয় সুনিশ্চিত করতে সকল নেত্রীবৃন্দকে একত্রে থেকে কাজ করতে হবে।

বুধবার নড়াইলে জেলা আওয়ামী লীগ আয়োজিত নৌকার নির্বাচনী বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিন এসব কথা বলেন।

পুরাতন বাস টার্মিনালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে পৌরসভায় মেয়র পদে নৌকা প্রতীকে মনোনীত নারী নেত্রী আঞ্জুমান আরার নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়রও সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান নিজাম উদ্দিন খাঁন নিলুর সঞ্চালনায় ও সভাপতি সাবেক জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি।

এসময় আরো বক্তব্য রাখেন পৌর পরিচালনা উপ কমিটির সমন্বয়ক সাবেক জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও মাশরাফির আস্থাভাজন সৌমেন বসু, পৌরসভার সাবেক বারবার নির্বাচিত চেয়্যারম্যান ও মেয়র নড়াইল জেলা পরিষদের বর্তমান চেয়্যারমান আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, মৎস্যজীবী লীগের সভাপতি সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম, যুব মহিলা লীগের নেত্রী প্রয়াত জেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ সিদ্দিক আহমেদ ও নৌকা মার্কার মেয়র প্রার্থী আঞ্জুমান আরার বড় কন্যা সঞ্চিতা হক রিক্তাসহ জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

পরে নৌকা মার্কার জয় নিশ্চিত করতে দোয়া চান পৌরসভায় মেয়র পদে নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী অবঃ শিক্ষক নারী নেত্রী আঞ্জুমান আরা।

এদিকে নড়াইলের কৃতি সন্তান বাংলাদেশ ক্রিকেট দলের সফল অধিনায়ক সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজার প্রতি সন্মান রেখে গত ২৫ জানুয়ারি জেলা বাস ও পরিবহন মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পৌর নির্বাচন থেকে সরে আসেন পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা বাস পরিবহন মালিক সমিতির সভাপতি এবং পৌর নির্বাচনে জগ প্রতীকের প্রার্থী সরদার আলমগীর হোসেন আলম।

এরপরে বুধবার সন্ধ্যায় আসন্ন ৩০ শে জানুয়ারী আসন্ন নড়াইল পৌরসভার নড়াইলে নির্বাচনে নৌকা প্রতীককে সমর্থন জানিয়ে স্বতন্ত্র প্রার্থী সরদার আলমগীরের নেতৃত্বে হাজারও নেতা কর্মীদের নিয়ে পৌর এলাকার বিভিন্ন সড়কে নৌকার নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়। নৌকা নৌকা ধ্বনীতে হাজারও কর্মীর কন্ঠে প্রকম্পীত হয়ে উঠে পৌর এলাকা।

(এস/এসপি/জানুয়ারি ২৭, ২০২১)