নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে টানা ৬ষ্ঠ দিনে পদার্পণ করেছে বিদ্যুত বিভাগের কর্মচারীদের কর্মবিরতি । চাকরি স্থায়ীকরণের দাবিতে পিচরেড কর্মচারী ঐক্য পরিষদ নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে অবস্থান গ্রহণ করেছে ।

জানা গেছে, নর্দান ইলেকক্ট্রিসিটি সাপ্লাই কোম্পনী লিমিটেডের রাজশাহী ও রংপুর বিভাগের বিক্রয় ও বিতরণ বিভাগের বিদ্যুত সরবরাহ দপ্তরে দীর্ঘ ১৫ থেকে ২০ বছর পিচরেড পদ্ধতিতে মিটার রিডিং ও বিদ্যুত বিতরণের কাজ করে আসছে আন্দোলনকারী কর্মচারীরা । দীর্ঘ সময়ে এই দপ্তরে কাজ করে সরকারী চাকুরীতে প্রবেশের সময় সীমা অনেকেরই পার হয়ে গেছে । যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন শুন্য পদের বিপরীতে চাকুরী স্থায়ীকরণের দাবিতে পিচরেড কর্মচারীরা আন্দোলন করে আসছে ।

পিচরেড কর্মচারী ঐক্য পরিষদের রাজশাহী বিভাগীয় সভাপতি আবুল হোসেন বলেন, ‘দীর্ঘদিন যাবৎ কর্তৃপক্ষের সাথে আমরা আলোচনা করে আসছি এবং লিখিত ভাবে আমাদের দাবি জানিয়ে আসছি । এরপরও কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহণ না করায় গত বছর ২৭ অক্টোবর থেকে ৩ নভেম্বর টানা সাত দিন আমরা নেসকোর প্রধান কার্যালয়ের সামনে প্রায় ৭০০ পিচরেড কর্মচারী অবস্থান গ্রহণ করেছিলাম ।’

পরিষদের রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক মাসুম খান বলেন, ‘আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩ নভেম্বর কর্তৃপক্ষ আমাদের সাথে আলোচনায় বসে । এই আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী পিচরেড পদ্ধতি বাতিল করে এফ কিউ এম পদ্ধতিতে চাকুরী দেওয়ার সিদ্ধান্ত হয় ।’

পরিষদের রংপুর বিভাগীয় সভাপতি শেখ ফারুক হাসান বলেন, ’ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা অনুযায়ী তৃতীয় ও চতুর্থ শ্রেণি পদে স্মার্ট বেতন ও উৎসব ভাতাসহ সব কিছু ব্যাংকের মাধ্যমে প্রদান এবং কাউকে চাকুরী থেকে ছাটাই করা হবে না বলে সিদ্ধান্ত হয় । এক মাস পনের দিনের মধ্যে এই দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত হয়।’

পরিষদের রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক কালি শংকর রায় বলেন, প্রতিশ্রুতি দেওয়ার দুই মাস পার হলেও কোন পদক্ষেপ গ্রহণ না করায় পিচরেড কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে ।’

(কে/এসপি/জানুয়ারি ২৮, ২০২১)