নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুুবিলী ইউনিয়নের মধ্যম চরবাগ্যা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিলুপা বেগম নামে এক গৃহবধূকে পিটিয়ে আহতের অভিযোগ উঠেছে একই এলাকার মো. আজাদের বিরুদ্ধে। বৃুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে এঘটনা ঘটে। এ ঘটনায় আহত নিলুপা বেগম সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, নিলুপা বেগম ও তার স্বামী ছিদ্দিক উল্যাহর সাথে একই এলাকার আজাদের সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এ নিয়ে আজাদের সাথে একটি মামলাও রয়েছে বলে জানান নিলুপা বেগমের স্বামী মো. ছিদ্দিক উল্যাহ।

বুধবার সকালে বিরোধকৃত জমিতে চাষাবাদের জন্য ট্রাক্টর নিলে নিলুপা বেগম তাতে বাধাঁ দিলে আজাদের লোকজন নিলুপাকে পিটিয়ে আহত করে। নিলুপার চিৎকার শুনে লোকজন এগিয়ে আসলে আজাদ এবং তার লোকজন পালিয়ে যায়। এসময় নিলুপার বড় ভাই মো. আক্তার হোসেনসহ এলাকাবাসী নিলুপা বেগমকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।

আহত নিলুপা বেগমের স্বামী মো. ছিদ্দিক উল্যাহ জানান, অভিযুক্ত আজাদের বাবা মৃত সহিজল হকের নিকট ২০০১ সালে তিনি ৫হাজার টাকা সুদের উপর ধার নেন। এসময় ছিদ্দিক উল্যাহর নিকট একটি সাদা কাগজে স্বাক্ষর নেন আজাদের বাবা মৃত সহিজল । পরবর্তীতে তারা ছিদ্দিক উল্যাহর ৮০ শতাংশ জমির ক্রয় সুত্রে মালিক দাবী করে। জমি খতিয়ান এবং সকল প্রকার কাগজপত্র নিলুপা বেগম এবং ছিদ্দিক উল্যাহর নামে রয়েছে বলে জানান নিলুপার স্বামী মো. ছিদ্দিক উল্যাহ।

অন্যদিকে অভিযুক্ত মো. আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জমি তার দখলে এবং ছিদ্দিক উল্যাহ তাদের থেকে জমি বিক্রি করেছে। জমির খতিয়ান এবং কাগজপত্র তাদের রয়েছে বলেও জানান মো. আজাদ। এবিষয়ে চরজব্বার থানায় উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলা রয়েছে বলে জানা গেছে।

(এস/এসপি/জানুয়ারি ২৯, ২০২১)