সাতক্ষীরা প্রতিনিধি : রাষ্ট্রদ্রোহী মামলায় বিএনপি ও ছাত্রদলের দুই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। তারা রোববার সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে আবেদন জানালে বিচারক মো. শহীদুল ইসলাম তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আসামীরা হলেন, সাতক্ষীরা পৌর বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান হাবিব ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরজেত আলী।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক আবুল কাশেম জানান, গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে বিএনপি জামায়াতের ১৬জন নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবদেন জানান উপ পরিদর্শক মো. আসাদুজ্জামান। সে অনুযায়ি গত ৪ ফেব্রুয়ারি মামলাটি রেকর্ড করে তাকে তদন্ত ভার দেওয়া হয়। এ মামলায় জেলা ছাত্রদলের সাধারনর সম্পাদক আরজেত আলী হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তবর্তীকালিন জামিন লাভ করে। এ ছাড়া পৌর বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান অন্য মামলায় গ্রেফতার হয়ে জেলে রয়েছেন। তাকে রোববার আদালতে হাজির করিয়ে এ মামলায় গ্রেফতার দেখানো হয়। পাশাপাশি আরজেত আলী উচ্চ আদালতের নির্দেশে মুখ্য বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণ করেন। দুইজনেই আবেদন জানালে তাদের জামিন বাতিল করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক মো. শহীদুল ইসলাম।
(আরকে/এএস/এপ্রিল ২০, ২০১৪)