স্টাফ রিপোর্টার, কুমিল্লা : ছবি মানুষের মনের কথা বলে। ছবির মাধ্যমেই সামাজিক অসংগতি তুলে ধরার পাশাপাশি খবরের অর্ন্তনিহিত তাৎপর্য তুলে ধরা যায়। অনলাইন ভিত্তিক জীবন ফটো মিডিয়া ডট কম উদ্বোধন ও দৈনিক কুমিল্লার কাগজ অফিস পরিদর্শনকালে কুমিল্লা জেলা প্রশাসক মো: হাসানুজ্জামান কল্লোল প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এসময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সুযোগ্য পুত্র সজিব ওয়াজেদ জয়। বাংলাদেশকে ডিজিটালাইজেশন করার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অনেক দূর এগিয়ে নিয়েছেন। আর কুমিল্লার জনপ্রিয় পত্রিকা দৈনিক কুমিল্লার কাগজের নির্বাহী সম্পাদক ও প্রধান আলোকচিত্রী হুমায়ূন কবীর জীবন অনলাইন ভিত্তিক ছবি প্রদর্শনের মাধ্যমে নতুন এক মাত্রা যোগ করেছে। নি:সন্দেহে সাংবাদিক জীবনের এ কাজ প্রশংসার দাবিদার। কুমিল্লাকে এগিয়ে নিতে এ ফটো অনলাইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার বিকেল ৫টায় কুমিল্লার কাগজ অফিস পরিদর্শন ও জীবন ফটো মিডিয়া ডটকমের উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: হাসানুজ্জামান কল্লোলকে ফুল দিয়ে বরণ করে নেয় কুমিল্লার কাগজ পরিবারের সদস্যরা।

জীবন ফটো মিডিয়া উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: গোলামুর রহমান, ডেপুটি সিভিল সার্জন আলহাজ্ব ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুকী তাপস, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদিক মামুন, একাত্তর টিভির জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এনামুল হক ফারুক, নারী নেত্রী দিলনাশি মোহসেন।

জীবন ফটো মিডিয়া ডটকমের সম্পাদক হুমায়ূন কবির জীবনের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যন্যর মধ্যে উপস্থিত ছিলেন এনডিসি ফিরোজ আল মামুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান, যমুনা টিভির জেলা প্রতিনিধি দিলরুবায়াৎ সুরভী, কুমিল্লার কাগজের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা মজুমদার, বার্তা সম্পাদক জহির শান্ত, যুগ্ম বার্তা সম্পাদক ফাতেমা আকতার, প্রধান প্রতিবেদক মোতাহার হোসেন মাহবুব, বিজিডিসিএল এর ঠিকাদার ফোরামের সেক্রেটারি মো: খোরশেদ আলম, কবি ও সংগঠক ফখরুল হুদা হেলাল, কবি সৈয়দ আহমাদ তারেক, কবি শরীফ আহম্মেদ অলী, বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংঠনের সভাপতি হেদায়েত রসুল মুসু, স্বেচ্ছাসেবকলীগ নেতা ডা. জসীম, ম্যাক্স ইন্টারন্যাশনালের সত্বাধিকারী কাজী মোশারফ হোসেন রিপন, কুমিল্লার কাগজের আলোকচিত্রী সাইফুল ইসলাম সুমন, স্টাফ রিপোর্টার মনির হোসেন, কম্পিউটার বিভাগের পরিচালক মো: নাছির উদ্দিন, স্টাফ রিপোর্টার মাহফুজ নান্টু, সার্কুলেশন ম্যানেজার মো: ফারুকুল ইসলাম, ম্যানেজার দ্বীন মোহাম্মদ, সাংবাদিক জামাল উদ্দিন দামাল, বাবর মুনাফ, অফিস সহকারী মোশারফ হোসেনসহ অন্যান্যরা।

(এইচকেজি/অ/আগস্ট ২৩, ২০১৪)