আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা রবিবার উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম এর সভাপতিত্বে আইন শৃংখলা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, কমিটির সদস্য সচিব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম ছরোয়ার, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. বক্তিয়ার আল মামুন, সমাজসেবা অফিসার সুশান্ত বালা, মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা প্রমুখ।

সভায় উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে থাকায় সন্তোষ প্রকাশ করেন কমিটির সদস্যবৃন্দ।

(টিবি/এসপি/জানুয়ারি ৩১, ২০২১)