শাহ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে পৌছালো করোনা ভাইরাসের ৯৬ জাহার ভ্যাকসিন। ঢাকা থেকে আজ রবিবার সকাল ১১টায়  করোনা ভাইরাসের ৯৬ হাজার ভেকসিন দিনাজপুরে এসে পৌছায়।দিনাজপুর জেলা সিভিল সার্জন ড. আব্দুল কুদ্দুস সিভিল সার্জন এই ভেকসিন গ্রহন করেন।

ভ্যাকসিনগ্রহণের সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মাগফারুল হাসান আব্বাসী, অতিরিক্ত পুলশ সুপার সুজন সরকার, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন জানান,৯৬ হাজার ডোজ আমরা পেয়েছি এবং সঠিক তাপমাত্রার মাধ্যমে আমাদের ইপিআর স্টোর রুমের ফ্রিজিং করে রাখা হয়েছে।সঠিক সময়ের মধ্যে ভ্যাকসিনগুলো ক্রমান্ময়ে মেডিকেল কলেজ ও উপজেলায় পৌছানো হবে।এদিকে ভ্যাকসিন প্রদানের জন্য প্রাথমিক ভাবে জেলায় ১৪টি ভ্যেনু সিলেকশন হয়েছে এগুলো হলো দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ,সদর হাসপাতাল ও ১২টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্্র।এসকল ভ্যেনুতে ৩৮টি পর্যবেক্ষন টিম পর্যায়ক্রমে কাজ করবে ও প্রতিটি টিমে দুইজন ভ্যাকসিনেটর ও ৪জন স্বেচ্ছাসেবক কাজ করবে।

এই ভ্যাকসিন মুক্তিযোদ্ধা চিকিৎসক,সাংবাদিক,নার্সসহ করোনাভাইরাসে যারা সন্মুখ যোদ্ধা তাদের কে রেজিস্ট্রেশনের মাধ্যমে অগ্রাধিকার ভিক্তিতে দেয়া হবে বলে জানান সিভিল সার্জন ড. আব্দুল কুদ্দুস।

(এস/এসপি/জানুয়ারি ৩১, ২০২১)