রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : এক পরিচ্ছনতা কর্মীকে নিয়োগ দিতে সম্মতি হিসেবে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঝাঁপা ব্রজবিহারী ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির কাছ থেকে জোর পূর্বক স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে । প্রতিবাদে বিদ্যালয় পরিচালনা কমিটি জরুরী সভা ডেকে নিয়োগ বোর্ড বন্ধ করে দেওয়ায় সভাপতিকে কারণ দর্শাণোর নোটিশ দিয়েছেন ওই শিক্ষা কর্মকর্তা।

শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের ঝাঁপা ব্রজবিহারী ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তরুণ কান্তি মণ্ডল জানান, তার বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ও একজন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগে গত ২৭ জানুয়ারি নিয়োগ বোর্ডে চূড়ান্ত প্রার্থী বাছাই করার সিদ্ধান্ত ছিল। কিন্তু শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ তেজারত গত ২৫ জানুয়ারি তাকে তার অফিসে ডেকে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে নিবেদিতা বালা মণ্ডলকে নিয়োগ দেওয়ার ব্যাপারে জোরপূর্বক তার কাছ থেকে একটি সমঝোতা পত্রে সই করিয়ে নেন।

পরবর্তীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজেন্দ্র নাথ রপ্তান, ওই শিক্ষা কর্মকর্তা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান ও আরো একজনের সাক্ষর করানো হয়। বিষয়টি তিনি সকল শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্যকে অবহিত করে ২৬ জানুয়ারি জরুরী সভা আহবান করা হয়। সভায় ২৭ জানুয়ারির নিয়োগ বোর্ড সাময়িক স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি অভিযোগ করে বলেন, নিয়োগ বোর্ড স্থগিত করার বিষয়টি ওই শিক্ষা কর্মকর্তাকে অবহিত করলে ২৭ জানুয়ারি নিয়োগ বোর্ড কেন বাতিল করা হলো তা ব্যাখ্যা চেয়ে তিন কর্মদিবসের মধ্যে তাকে জবাব দেওয়ার জন্য কারণ দর্শাণোর নোটিশ দেন।

এ ব্যাপোরে শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ তেজারতের কাছে রোববার বিকেল ৫টা ৪০ মিনিটে তার ০১৯১০-৮৮৩২৩২ নং মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি রিসিভ করেননি।

(আরকে/এসপি/জানুয়ারি ৩১, ২০২১)