আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা : ইরাকের দক্ষিণাঞ্চলীয় শিয়া মুসলিম অধ্যুষিত শহর হিল্লাহর একটি নিরাপত্তা চৌকিতে রবিবার এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ৪৭ জন নিহত ও ১৬০ জনেরও বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশুসহ বেসামরিক নাগরিক।

রবিবার ইরাকজুড়ে চালানো সিরিজ হামলার মধ্যে এটি ছিল সবেচেয় ভয়াবহ। একটি মিনিবাসবোঝাই বিস্ফোরকসহ এ হামলাটি চালানো হয়। এতে আশপাশে থাকা অন্তত ৫০টি গাড়িতে আগুন ধরে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।

ইরাকি পুলিশ জানিয়েছে, মিনিবাসটিতে সম্ভবত বিস্ফোরকের পাশাপাশি তরল জ্বালানিবোঝাই ছিল। বাসটিতে প্রচুর গ্যাসোলিন ছিল বলেও ধারণা করা হয়। সূত্র : বিবিসি ও আল জাজিরা

(ওএস/এইচআর/মার্চ ১০, ২১০৪)