বরিশাল প্রতিনিধি : তামাক নিয়ন্ত্রণে দ্রুত আইনের বিধিমালা প্রণয়নের দাবীতে বরিশালে অবস্থান কর্মসূচি করেছে কমিউনিটি ভিজিলেন্সন টিম। রবিবার সকাল নয়টায় অশ্বিনী কুমার হলের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করে।

এখানে বক্তারা বলেন, তামাকের ক্ষতিকর প্রভাব থেকে জনসাধারণকে রক্ষার জন্য বিধিমালা প্রণয়ন কমিটি গঠন করলেও তার পর পনের মাস অতিবাহিত হলেও বিধিমালা প্রণীত হয়নি। এই বিধিমালা চূড়ান্ত না হওয়ায় আইনটির কার্যকর বাস্তবয়ন করা সম্ভব হচ্ছে না। এজন্য বক্তারা জনস্বার্থে দ্রুত বিধিমালা প্রণয়নের দাবী করেন।

মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনর সভাপতিত্বে এই কর্মসূচিতে অংশ নেন মানবাধিকার জোট সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, বিএমকেএস’র নির্বাহী পরিচালক কাওসার পারভিন, রানের নির্বাহী পরিচালক রফিকুল ইসলামসহ অন্যরা।

(বিএস/এইচআর/আগস্ট ২৪, ২০১৪)