আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও : আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ঠাকুরগাঁওসহ রানীশংকৈল পৌরসভার নির্বাচন। আর এ নির্বাচনকে সামনে রেখে রানীশংকৈল পৌরসভার ১০ মেয়র প্রতিদ্বন্দ্বীতাকারী উপবিষ্ট হয়েছেন একই মঞ্চে।

“একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোন পদ নেই ও সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সংগঠন “পরিবর্তন” এর আয়োজনে রোববার সন্ধায় রানিশংকৈল পৌরসভায় মডলে সরকারী প্রাথমকি বদ্যিালয় মাঠে ‘জনতার মুখোমুখি’ নামের এ অনুষ্ঠানে একসাথে হন তারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপেন নাথ বর্ম্মনের সভাপতিত্বে ও পরিবর্তন সংগঠনটির সম্পাদক শাহিন আলমের সঞ্চালনায় আসন্ন পৌরসভা নির্বাচনের সকল মেয়র প্রার্থীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের আগামীর কর্মপরিকল্পনা নিয়ে মত প্রকাশ করেন। এসময় প্রার্থীরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এক কাতারে দাঁড়ান। এতে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র মেয়র প্রার্থীরাও ছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী, সংগঠনের উপদেষ্টা এম.এস.রবিউল ইসলাম সবুজ ও চিকিৎসক আব্দুল্লাহ আল মুনিম।

মঞ্চে উপস্থিত থাকা প্রার্থীরা হলেন- আ’লীগ মনোনীত মোস্তাফিজুর রহমান মোস্তাক, বিএনপি মনোনীত মাহমুদুন নবী পান্না বিশ্বাস, জাতীয় পার্টি মনোনীত আলমগীর হোসেন আলম, স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র উপজেলা যুবলীগের সভাপতি আলমগীর সরকার, উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, পৌর আ’লীগের বহিস্কৃত সম্পাদক রফিউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নওরোজ কাউসার কানন, বহিস্কৃত আ’লীগ নেতা সাধন বসাক, আফম রুকুনুল ইসলাম ডলার ও নির্দলীয় মেয়র প্রার্থী মোকাররম হোসাইন।

জনতার মুখোমুখি হয়ে পৌরসভাটিকে মাদক নির্মূল, ইভটিজিং মুক্ত, পরিচ্ছন্ন, আধুনিক মডেল নগরী গড়ে তোলা, জনস্বার্থে হোল্ডিং কর কমানো, রাস্তাঘাট নির্মাণ, শিশু ও বিনোদন পার্ক নির্মাণ, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, চিকিৎসার মান উন্নতকরণ,প্রতিটি ওয়ার্ডে সেবার মান নিশ্চিত করাসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করার অঙ্গিকার করেন প্রার্থীরা।

(আই/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০২১)