রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : ধরলা নদীর মাঝে ব্রীজ দিয়ে গতিরোধ করে অবৈধ বালু উত্তোলনের বাঁধ ভেঙ্গে দিয়ে বালু উত্তোলন বন্ধ করে দিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসন। ধরলা তীর রক্ষা বাধের পুরাতন সিএন্ডবি ঘাট বাঁধের কাছ থেকে অবাধে বালু উত্তোলন করে বিক্রি করছে স্থানীয় সিন্ডিকেট বাহিনী। 

খবর পেয়ে সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক রেজাউল করিম এর নির্দেশে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহমুদুল হাসান, এনডিসি মোঃ হাসিবুল হাসান আদালত পরিচালনার সময় ফায়ার সার্ভিস বাহিনী ও পুলিশ সদস্যরা বাধ ভেঙ্গে দিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেন।

এ সময় নির্বাহী ম্যাজিষ্টেট ও এনডিসি মোঃ হাসিবুল হাসান বলেন, অবৈধ বালু উত্তোলন ও ড্রেজার দিয়ে বালু যেখানে উঠানো হবে সেখানেই বন্ধ করে দেয়া হবে। বিষয়টি সম্পর্কে খোজ খবর নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(পিএস/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০২১)