শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ২ কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৪’শ ২৮ টাকা আত্মসাতের অভিযোগে হিসাব শাখার কর্মকর্তা আমিরুল ইসলাম ও জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর মোঃ মাহফুজুর রহমানকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

এর আগে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের হিসাব শাখার কর্মকর্তা আমিরুল ইসলাম ও জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর মোঃ মাহফুজুর রহমানকে পৃথক পৃথক অভিযান চালিয়ে আটক করে দিনাজপুর ডিবি পুলিশ।

দিনাজপুর জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ ইসমাইল হোসেনের আদালতের মাধ্যমে মঙ্গলবার রাতে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়। তারা দু’জন পরস্পরের যোগসাজশে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ২ কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৪’শ ২৮ টাকা আত্মসাতের দায়ে বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন জেলা হিসাবরক্ষণ অফিসার মোঃ সাইফুল ইসলাম।

আজ বুধবার মামলার রিমান্ড, জামিনসহ সার্বিক শুনানী অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন কোর্ট ইন্সপেক্টর মোঃ ইসরাইল।

(এস/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০২১)