আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়া উপজেলা হাসপাতালের আয়োজনে মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) টিকাদানের জন্য কর্মী ও সেচ্ছাসেবকদের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা হাসপাতালের আঞ্চলিক প্রশিক্ষণ হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে টিকাদান প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. অসীম রঞ্জন হালদার, ডা. সৈকত জয়ধর, পরিবার পরিকল্পনা কর্মকর্তা অমিও রতন ঘটক, মেডিকেল টেকনোলজিষ্ট ইপিআই মোঃ মিজানুর রহমান।

ডা. বখতিয়ার আল মামুন জানান, আগামী ৭ ফেব্রুয়ারী উপজেলা হাসপাতালে ৯শ ৪৭ভায়াল কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হবে। এর আগে টিকা গ্রহনকারীদের অনলাইন আবেদন করে কোভিড-১৯ টিকা কার্ড নিয়ে হাসপাতালে এসে টিকা গ্রহন করতে হবে। রেজিষ্ট্রেশন ব্যাতীত কেউ কোভিড-১৯ টিকা গ্রহন করতে পারবে না।

তিনি আরও জানান, ২টি গ্রুপে ৪৮ জন সেচ্ছাসেবক ১৬টি কেন্দ্রে এই টিকা প্রদান করে থাকবেন। প্রথম গ্রুপে ৮টি কেন্দ্রে সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ, সেকমো ও এফডাব্লিউভিসহ ২জন করে ১৬ জন এবং ২য় গ্রুপে ৮টি কেন্দ্রে রেডক্রিসেন্ট সোসাইটির সেচ্ছাসেবক ৮জন, গ্রাম পুলিশ ১০ জন ও হাম রুবেলা টিকাদানকারী সেচ্ছাসেবক ১৪জনসহ ৩২ জন কোভিড-১৯ টিকা প্রদান করবেন। সরকারের নির্দেশনা অনুযায়ি প্রথম সারির কোভিড সম্মুখ যোদ্ধা এবং ৫৫ বছরের উর্ধে ব্যক্তিদের মাঝে এই কোভিড-১৯ টিকা প্রদান করা হবে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২১)