আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বিভিন্ন গণমাধ্যমে “বরিশালে সরকারী খাল দখল করে পাকা স্থাপণা নির্মাণ” শিরোনামে সংবাদ প্রকাশের অবৈধ স্থাপণা নির্মাণ বন্ধ ও  অপসারনের নির্দেশনা দিয়েছেন প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, বার্থী এলাকার সরকারী খালের মধ্যে অবৈধ ভাবে পাকা স্থাপণা নির্মানের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পরপরই বিষয়টি নজরে আসে। বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ারকে ঘটনাস্থলে পাঠিয়ে খালের মধ্যে পাকা স্থাপণা নির্মাণ বন্ধসহ অতিদ্রুত সময়ের মধ্যে স্থাপণা অপসারনের নির্দেশনা দেয়া হয়। তিনি আরও জানান, দ্রত সময়ের মধ্যে স্থাপণা অপসারণ না করা হলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত কয়েকদিন থেকে বার্থী বাজার সংলগ্ন সরকারী খালের জমি নিজেদের রেকর্ডিও সম্পত্তি দাবী করে খালের মধ্যে ১৫টি পাকা দোকান ঘর নির্মাণ শুরু করে বার্থী এলাকার প্রভাবশালী মোফাজ্জেল মোল্লা। বিষয়টি প্রশাসনের নজরে আসার পরপরই স্থাপণা অপসারনের এ নির্দেশনা দেয়া হয়।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২১)