ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পৃথক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতরা হলেন- রাকিব হোসেন শহরের থানাপাড়ার মুরগীহাট এলাকার আবু বক্করের ছেলে ও সোহেল রানা উপজেলার খামারমুন্দিয়া গ্রামের আব্দুল আলীমের ছেলে। কালীগঞ্জ কৃষি অফিসের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকিবুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। 

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে উপজেলার গান্না সড়কের কৃষি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব হোসেন শহরের থানাপাড়ার মুরগীহাট এলাকার আবু বক্করের ছেলে। সে গতকাল রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স শেষ বর্ষের পরীক্ষা সম্পন্ন করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে কৃষি অফিসের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অন্য একটি মোটরসাইকেল পাশ কাটিয়ে বের হয়ে যায়। অন্য মোটরসাইকেলটি পালিয়ে গেলেও রাকিব নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই সে নিহত হয়।

কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

এদিকে, ট্রেনের ধাক্কায় সোহেল রানা (২২) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮ টার দিকে কালীগঞ্জ উপজেলার বাবরা রেল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোহেল রানা উপজেলার খামারমুন্দিয়া গ্রামের আব্দুল আলীমের ছেলে। সে কালীগঞ্জের সরকারী মাহাতাব উদ্দিন কলেজের ইতিহাস বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্র ছিল।

স্থানীয়রা জানায়, সকালে সোহেল রানা বাড়ি থেকে বের হয়ে মাঠে যাচ্ছিল। পথে বাবরা রেল গেট পার হওয়ার সময় খুলনা থেকে রাজশাহী গামী কপোতাক্ষ এক্সপ্রেস নামের ট্রেনটি তাকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনা স্থলেই মারা যায় সোহেল রানা।

কালীগঞ্জের মোবারকগঞ্জ রেল স্টেশনের মাস্টার জামাল খান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোহেলের লাশ পরিবার নিয়ে গেছে।

(একে/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০২১)