নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটের জাতীয় উদ্যান আলতাদীঘি শালবনে ছেড়ে দেয়া অজগরসহ হিংস্র প্রাণীগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার দাবিতে রবিবার আাদিবাসীদের পক্ষ থেকে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে ধামইহাট-নওগাঁ মহাসড়কে জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে এই মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ ধামইরহাট শাখার সহ-সভাপতি দেবলাল টুডু। সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, নওগাঁ জেলা বাসদের সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, জাতীয় যুব পরিষদের সাধারণ সম্পাদক নরেন পাহান, ছাত্র ও যুব পরিষদের উপদেষ্টা মোশারফ হোসেন চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, উপজেলার আলতাদীঘি শালবন ও তার আশেপাশের প্রায় ১০টি গ্রামে আদিবাসী, হিন্দু, মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাস। শুধু আলতাদীঘি শালবনের পাশে বাস করে প্রায় ৩ থেকে ৪শ’ ভূমিহীন পরিবার। বন বিভাগ গত বছর এই বনে জীব বৈচিত্র সংরক্ষণ ও পুনরুদ্ধার প্রকল্পের অধীনে দুটি অজগর সাপ, মেছো বাঘ, বানর, হনুমানসহ বিভিন্ন হিংস্র প্রাণী অবমুক্ত করে। চলতি বছরের জুলাই মাসে একটি অজগর সাপ শেয়ালকে ধরে প্রকাশ্যে গিলে খাবার দৃশ্য দেখে তারা নিরাপত্তাহীন হয়ে পড়ে। এছাড়া এ উপজেলার মঙ্গলকোঠা গ্রামের আরাফাতের বাড়িতে গভীর রাতে হানা দেয় অজগর। প্রাকৃতিক জীববৈচিত্র রক্ষার পাশাপাশি হিংস্র প্রানীর হাত থেকে নিজেদেরকে বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়।
(বিএম/এএস/আগস্ট ২৪, ২০১৪)