আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : শর্টসার্কিটে সার্ভারের পাওয়ার ও সফটওয়ার অকেজো হওয়ার কারনে বরিশাল বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের সকল কার্যক্রম গত ১২ দিন ধরে বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ঢাকা থেকে অভিজ্ঞ দু’জন টেকনিশিয়ান এসে সমস্যা সমাধানে তারা ব্যর্থ হয়েছে।

ফলে প্রতিদিন চরম বিপাকে পড়েছেন পাসপোর্ট প্রত্যাশিরা।
বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উচ্চমান সহকারী এস.এম জাকির হোসেন জানান, সাভার্রে একটি অংশ ঢাকায় পাঠানো হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে সকল সমস্যা সমাধানের সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সংশ্লিষ্ট সূত্রমতে, গত ১২ আগষ্ট দুপুরে বিদ্যুতের লোডশেডিংয়ের পর আকস্মিক ভাবে বিদুৎ আসায় ফায়ার করে সার্ভারের পাওয়ার পয়েন্ট বিকল হয়ে যায়। পাশাপাশি প্রতিটি কম্পিউটারের সফটওয়ারও বিনষ্ট হয়ে গেছে। ফলে বন্ধ হয়ে যায় পাসপোর্ট অফিসের সকল কার্যক্রম। পরে পরিস্থিতি সামাল দিতে ঢাকার প্রধান কার্যালয় থেকে অভিজ্ঞ দু’জন টেকনিশিয়ান আনা হয়। তবে তারাও দুইদিন মেরামতের চেষ্টা করে ব্যর্থ হয়ে গত মঙ্গলবার সার্ভারের একটি অংশ খুলে মেরামতের জন্য ঢাকায় নিয়ে যান। ঢাকা থেকে মেরামত শেষে সার্ভারের অংশটি বরিশালে এনে স্থাপন করা হবে। এতে আরো ৩/৪দিন সময় লাগবে।
(টিবি/এএস/আগস্ট ২৪, ২০১৪)