ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঈশ্বরদীতে বাংলাদেশ শিক্ষক সমিতির শতবর্ষ উদযাপিত হয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) সমিতির ঈশ্বরদী উপজেলা কার্যালয়ে শিক্ষকদের পদচারণায় এসময় আনন্দনঘন পরিবেশের সৃষ্টি হয়।

শিক্ষক নেতারা এসময় বলেন, ১৯২১ সাল থেকে শিক্ষা ও শিক্ষক-কর্মচারীদের অধিকার আদায়ে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর রয়েছে গৌরবােজ্জ্বল ভূমিকা । ৫২ এর ভাষা আন্দোলন, ষাটের দশকে শিক্ষা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, কুদরত-ই - খুদা শিক্ষা কমিশন, জাতীয় শিক্ষানীতি ২০১০ সহ দেশের ক্রান্তিকালে এ সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিবেদিতভাবে পালন করে চলেছে সংগঠনটি । ঈশ্বরদীতে ১৯৬৭ সালে এই সমিতি যাত্রা শুরু করে।

শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে কেক কেটে ও বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।

এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌরসভার মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, নবনির্বাচিত মেয়র ইসাহক আলী মালিথা, ঈশ্বরদী উপজেলার নির্বাহী অফিসার পি.এম ইমরুল কায়েস, একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম, সমিতির আঞ্চলিক শাখার সম্পাদক ইব্রাহিম হোসেন ।

সমিতির ঈশ্বরদী উপজেলা সভাপতি জোমসেদ আলীর সভাপতিত্ব অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রবি।

(এসকেকে/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০২১)