মাগুরা প্রতিনিধি : মাদক,সুদে কারবারি,ইভটিজিং,গ্রাম্য কোন্দলসহ সমাজের সকল প্রকার অপরাধ বিতাড়িত করার লক্ষে আমরা দৃঢ প্রতিজ্ঞ। মাগুরার শালিখা থানা চত্বরে শনিবার বিকালে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে সভায় প্রধান অতিথির বক্তব্যে মাগুরার পুলিশ সুপার মুহম্মদ জহিরুল ইসলাম এ কথা বলেন।

শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ তারীকুল ইসলামের সভাপতিতে ¡এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহীম হোসেন, শালিখা উপজেলা চেয়ারম্যান এড, কামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যড. শ্যামল কুমার দে, সাধারন সম্পাদক মোঃ আরজ আলী বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, চেয়ারম্যান বিমলেন্দু সিকদার,চেয়ারম্যান মোঃবখতিয়ার লস্কর,শেখ ফিরোজ হোসেন ও চেয়ারম্যান আনোয়ার হোসেন ঝন্টু প্রমুখ।

বক্তারা সমাজ থেকে মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং, গ্রাম্য মারামারি, চুরি প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে ৭ ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ সুধী সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনার দ্বায়িত্ব পালন করেন শালিখা থানার এস আই মোঃ ফরিদুজ্জামান।

(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০২১)