রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের শরীরে ভ্যাকসিন পুশ করার মাধ্যমে শুরু হয়েছে সাতক্ষীরায় কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণের কার্যক্রম। সাতক্ষীরা সদর হাসপাতালে রোববার দুপুর ১২টায় এর উদ্বোধন করেন সাংসদ মীর মোস্তাক আহম্মেদ রবি।

এরপর একে একে ভ্যাকসিন গ্রহণ করেন সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন সাফায়েত, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাঞ্জিলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এএসএম মাহামুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুবায়ের হোসেন, বিজিবি’র মাদ্রা কোম্পানী (মেজর সিটি) নায়েক মীর আবু সাঈদ আহমেদ।

সিভিল সার্জন হুসাইন সাফায়েত জানান, সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালসহ ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার থেকে কোভিড-১৯ এর ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু কয়েছে। একটানা ১২ দিন এ কার্যক্রম চলবে। প্রথম দিনে জেলায় ৮৪৬ জনকে টিকা দেওয়া হবে। প্রতিদিন তারা জেলায় এক হাজার ২০০ লোককে টিকা দিতে পারবেন। প্রতি হাসপাতালে ১৬ জন সেবিকা ও ৩২ জন স্বেচ্ছাসেবক কাজ করছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ভ্যাকসিন গ্রহণের পর অনুভুতি জানাতে যেয়ে তিনি সাংবাদিকদের বলেন, বিশ্বের অনেক ধনী দেশ থাকতেও বাংলাদেশের মত মধ্যম আয়ের একটি দেশের এত তাড়াতাড়ি ভ্যাকসিন পাওয়া ও তিনি তা গ্রহণে করতে পারায় নিজেকে গর্বিত বোধ করছেন। এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে জানান তিনি।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২১)