নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে প্রথম করোনা ভ্যাক্সিন নিলেন নোয়াখালী ৪ আসনের সংসদ একরামুল করিম চৌধুরী এমপি। এ সময় তিনি এই কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন।

আজ সকাল ১০ টা ৩০ মিনিটে নোয়াখালী জেনারেল হাসপাতালের নির্ধারিত বুথ-২ থেকে এ ভ্যাক্সিন গ্রহণ করেন। তিনি বলেন, ‘এটা একটা সাধারণ ভ্যাক্সিন, আমি সহজে এটা নিয়েছি। আমার কাছে কোনো অসুবিধা মনে হয় নাই।’

তিনি আরো বলেন, ‘প্রথমে যদি জনপ্রতিনিধিরা নেয় তাহলে সকলের আস্থা আসবে। সবাইকে উৎসাহ দেওয়ার জন্য আমি সর্বপ্রথম এ ভ্যাক্সিন নিয়েছি।’

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান, সিভিল সার্জন ডা. মাসুম৷ ইফতেখার, স্বাধীনতা চিকিৎসক পরিষদ- নোয়াখালী জেলা শাখার সভাপতি ডাঃ ফজলে এলাহী খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন জেহান প্রমুখ।

(এস/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২১)