রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার স্বাস্থ্য বিভাগের আয়োজনে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সের এ কার্যক্রমের উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহম্মেদ।

এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল (সাবু) মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ইয়াছমিন বেগম, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নূরে তাসনিম, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার, জেলা পরিষদ সদস্য আব্দুস ছালাম ও প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল প্রথম টিকা নিয়ে কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার, ইউএনও নূরে তাসনিম, সমবায় কর্মকর্তা শাহআলম, ডেন্টাল সার্জন ডা: মাহবুবুল হাসান, এস.আই শরীফ উদ্দিন শেখ ও এ.এস.আই মতিয়ার রহমান সহ ৩০ জনকে কোভিড১৯ টিকা দেয়া হয়।

(পিএস/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২১)